ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি বক্তব্য শেষ করেন এবং পরে হাসপাতালে ভর্তি হন।
তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর সরাসরি জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।”
ডা. শফিকুর রহমানের এই আবেগঘন বার্তা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। তার পোস্টে ৭৫ হাজারের বেশি রিঅ্যাক্ট, প্রায় সাত হাজার কমেন্ট এবং ৭০০-এর বেশি শেয়ার হয়েছে।
Leave a Reply