মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি :ৃজমকালো নানা অনুষ্টানের মধ্যে দিয়ে বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড, ফরিদপুরের উদ্যোগে সেলিব্রেশন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪জুলাই) দিনব্যাপী ফরিদপুরের নদী গবেষণা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে অনুষ্টিত সেলিব্রেশন প্রোগ্রাম এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডিশন্যাল ম্যানেজিং ডিরেক্টর মিসেস সুমনা পারভীন , ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব টেনিং মো: জামিল উদ্দিন মিন্টু।
বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড, ফরিদপুর ডিভিশনের এজেন্সি ডিরেক্টর সাজিদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্টানে বিজয়ী সেলিব্রিটি গন সহ যোগ্যতা অর্জন কারী ৪০ জন কর্মী ও কর্মকর্তা কে ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা এবং তাঁদের অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়।
অনুষ্টানের প্রধান অতিথি বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ নুরুল ইসলাম বলেন: “যে স্বপ্ন দেখে, সেই-ই সফলতা পায়। বীমা পেশা শুধু জীবিকার উপায় নয়, বরং এটি মানুষকে আর্থিক সুরক্ষা ও সম্মানের জীবন দিতে পারে।”
তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আরও বলেন, “বেস্ট লাইফ ইনসুরেন্স হচ্ছে একটি সম্ভাবনার নাম। যাঁরা নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমে বিশ্বাসী, তাঁদের জন্য এই প্রতিষ্ঠান একটি আদর্শ প্ল্যাটফর্ম।”
Leave a Reply