বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
মোবাইলে অর্থ লেনদেনে বাংলাদেশের বড় অগ্রগতি
২০২৪ সালে বিশ্বব্যাপী দৈনিক মোবাইল মানি (অর্থ) লেনদেনের প্রায় ৮.৬১ শতাংশ পরিচালনা করেছে বাংলাদেশ, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় প্রবেশের বড় অগ্রগতির ইঙ্গিত। এই তথ্য উঠে এসেছে লন্ডনভিত্তিক জিএসএমএ প্রকাশিত ‘দ্য স্টেট অব দ্য ইন্ডাস্ট্রি রিপোর্ট’ অন মোবাইল মানি ২০২৫ শীর্ষক প্রতিবেদনে।
ভারতে মন্দিরে গণকবরের অভিযোগে তোলপাড়, সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা
তিন দশক ধরে অপরাধের সাক্ষী হয়ে পুড়তে থাকা এক দলিত সাফাইকর্মী, যিনি একসময় এই মন্দিরে কাজ করতেন, এবার সাহস করে সামনে এলেন। নিজেকে ‘অসহ্য গ্লানিবোধ’ ও ‘অমানবিক মানসিক নির্যাতনের’ শিকার দাবি করে তিনি জানালেন, ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে শত শত মরদেহ তিনি কবর দিয়েছেন, যার বেশিরভাগই ছিল যৌন সহিংসতার শিকার নারী ও কিশোরীদের।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েলের তীব্র ক্ষোভ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন, তার দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের একটি বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এটি হবে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী কোনো দেশের পক্ষ থেকে এমন প্রথম পদক্ষেপ। এ পর্যন্ত ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে।
মিশরকে ৪ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিশর সরকারের কাছে ৪.৬৭ বিলিয়ন ডলারের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা ৪০
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ৪০ শিক্ষার্থী ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগও করা হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন মাইলফলক ছুঁয়েছেন। ২০২৫ সালের ২৫ জুলাই তিনি প্রধানমন্ত্রীর পদে ৪ হাজার ৭৮ দিন পূর্ণ করেছেন, যা ইন্দিরা গান্ধীর ৪ হাজার ৭৭ দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর ফলে তিনি ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সময় ধরে একটানা প্রধানমন্ত্রীত্ব পালনকারী নেতা হিসেবে স্থান পেয়েছেন।
মিয়ানমার জান্তার প্রশংসায় খুশি হয়ে নিষেধাজ্ঞা বাতিল করলেন ট্রাম্প
মিয়ানমারের সেনা শাসক মিন অং হ্লাইংয়ের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ও সামরিক প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এ নিষেধাজ্ঞা প্রত্যহারের আগে ট্রাম্পের প্রশংসায় একটি চিঠি লেখেন মিয়ানমারের জান্তা সরকারপ্রধান মিন অং হ্লাইং।
আসিয়ানের যুদ্ধবিরতি প্রস্তাবে কম্বোডিয়ার সমর্থন, থাইল্যান্ডের না
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সশস্ত্র উত্তেজনা নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের চেয়ারপার্সন আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনাকে তিনি সমর্থন করেছেন। এদিকে, থাইল্যান্ড প্রাথমিকভাবে এই প্রস্তাব সমর্থন করলেও পরে তা থেকে সরে আসে।
সামরিক সহযোগিতা জোরদারে ভারত-ইসরায়েলের বৈঠক
গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘন ও পরিকল্পিত দুর্ভিক্ষ চলার মধ্যেই সামরিক সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ভারত ও ইসরায়েল। বুধবার (২৩ জুলাই) দিল্লিতে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে এই ঘোষণা আসে, যা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ঘিরে বাড়তে থাকা নিন্দার প্রেক্ষাপটে এক শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।
কম্বোডিয়ার সঙ্গে সংঘাত, তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা চায় না থাইল্যান্ড
কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষ নিরসনে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে, কেবলমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব এবং কম্বোডিয়াকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।
Leave a Reply