মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে ২০২২ ও ২০২৩ সালের কৃতি এসএসসি ও এইচ এসসি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এইচ পি ডি পি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর খন্দকার মিজানুর রহমান, উপ পরিচালক মোঃ শওকত মোল্লা , ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার সাহা সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । অনুষ্ঠানে ৩৪ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২৫হাজার টাকা, সনদপত্র , ও ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply