মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : জুলাই আন্দোলনে সাহসিকতার ভুয়া তথ্যে ফরিদপুরের দুই নামধারী সাংবাদিককে “সাহসী সাংবাদিক ” সম্মাননা প্রদানের প্রতিবাদে ও সম্মাননা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ফরিদপুরে কর্মরত সাংবাদিকরা।
রোববার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ফরিদপুর জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশ নেন।গত ৩ আগষ্ট সাংবাদিক কল্যান ট্রাষ্ট জুলাই আন্দোলনে সাহসী ও আহত সাংবাদিক ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে। এতে ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামী শেখ ফয়েজ আহমেদ ” সাহসী সাংবাদিক ” সম্মাননা বাগিয়ে নেন। অন্যদিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ইমরান হোসাইন নামের এক ব্যক্তি ভুয়া জিটিভি’র স্টাফ রিপোর্টার পরিচয়ে সম্মাননা গ্রহন করেন।তাদের মিথ্যা ও ভুয়া তথ্য পরিচয় ব্যবহার করে প্রাপ্ত জুলাই গণঅভ্যুত্থানে সাহসী আহত সাংবাদিক সম্মাননা পুরস্কার প্রত্যাহার ও বিচারের দাবিতে সাংবাদিকবৃন্দের মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো: কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল , ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মফিজ ইমাম মিলন, পান্না বালা, হাসানুজ্জামান, হারুন আনসারি , এস এম মনিরুজ্জামান, শ্রাবণ হাসান, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ , জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু , কাজি রিয়াজ সহ অন্যান্যরা । এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ বিভিন্ন উপজেলার সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, শেখ ফয়েজ আহমেদের মত একজন ভুয়া সাংবাদিক তাকে এই ধরনের পদক প্রদান করে সাংবাদিক কল্যাণ সংস্থা একটা বিতর্কিত সিদ্ধান্ত জন্ম দিয়েছে। এতে প্রকৃত সাংবাদিকদের অসম্মান করা হয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার যে সমস্ত সাংবাদিকবৃন্দ সরাসরি ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেছিল । তাদেরকে বাদ দিয়ে একজন বিতর্কিত ব্যক্তি কে এই ধরনের পুরস্কার দেবার কি যুক্তি থাকতে পারে? তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামী। অবিলম্বে উক্ত পুরস্কার প্রত্যাহারের দাবি জানানো হয়।
Leave a Reply