1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিবেচনায় ইসিতে ডিসির চিঠি, যান চলাচল স্বাভাবিক - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিবেচনায় ইসিতে ডিসির চিঠি, যান চলাচল স্বাভাবিক কারো পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেয় করা, হস্তক্ষেপ করা একেবারেই চলবে না: সাদিক কায়েম আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এক হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল; নিহত ৫১ এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৬ সেপ্টেম্বর ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিবেচনায় ইসিতে ডিসির চিঠি, যান চলাচল স্বাভাবিক

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর-৪ সংসদীয় আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য তাৎক্ষনিক নির্বাচন কমিশন (ইসি) বরাবর চিঠি দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পূর্বঘোষিত দ্বিতীয় দফার আন্দোলনের শেষ দিনে অবরোধ থাকলেও দুই প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, র‌্যাব ও বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সকাল ৯টার পর থেকে মহাসড়ক ও রেলপথে সকল ধরণের যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। এদিন সকালে ডিসি ও এসপিকে ভাঙ্গা গোলচত্বরে অবস্থান করতে দেখা যায়।
বিক্ষুব্ধদের সহিংসতার পর সোমবার রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা ও পুলিশ সুপার আব্দুল জলিলসহ সরকারি কর্মকর্তারা। এদিকে নির্বাচন কমিশনে (ইসি) জেলা প্রশাসকের চিঠির বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে এবং সনাতনীদের আগামী দূর্গা পূজাকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর হাইকোর্টের দুই ইউনিয়ন নিয়ে রির্ট শুনানি পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে।
জানা যায়, নির্বাচন কমিশন (ইসি) গত ৪ সেপ্টেম্বর আসন পুনর্বিন্যাসের গেজেট প্রকাশ করেন। গেজেটে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনর্বিন্যাস করে পাশের ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) অন্তর্ভুক্ত করা হয়। এর পরেরদিন ৫ সেপ্টেম্বর থেকে ক্ষোভ-বিক্ষোভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দফায় দফায় সকাল-সন্ধ্যা গাছের গুড়ি, বিদ্যুতের পিলার ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক ও রেলপথে অবরোধ অব্যহত রাখে ভাঙ্গা উপজেলার সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা। গত রবিবার দ্বিতীয় দফায় পুনরায় তিনদিনের সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করলে আন্দোলনের সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে রবিবার ভোররাতে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় রবিবার ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদি হয়ে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে (৬০) এক নম্বর আসামী এবং হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়াকে (৫০) দুই নম্বর আসামি করে ৯০ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করে। পরেরদিন সোমবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করলেও এক পর্যায়ে বলো সাড়ে ১১টার পর থেকে পুনরায় মাইকিং করে সকল শ্রেনীপেশার মানুষ রাস্তায় নেমে পড়ে। দুপর সোয়া ১টার দিকে ভাঙ্গা উপজেলা, পৌরসভা ও থানার সামনে হামলা, ভাংচুর ও সহিংসতায় রূপ নেয় আন্দোলনটি। এ সময় বিক্ষুব্ধরা ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তর ও ভাঙ্গা ঈদগাহ মসজিদের কাচের দেওয়াল ভাংচুর চালিয়ে ভাঙ্গা থানা ও হাইওয়ে থানা পুলিশের অন্তত ১৫টি গাড়ি এবং ১৩টি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রায় আড়াই ঘন্টা পরিস্তিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর। লাঠিসোঠা ও ইটপাটকেল নিয়ে হামলার সময় অনেক পুলিশ সদস্য হামলার শিকার হয়ে ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদে আশ্রয় নিতে দেখা যায়। এছাড়া অতর্কিত হামলার সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ভাঙ্গা থানা ও হাইওয়ের পুলিশ সদস্যরা হাত জোড় করে মাফ চেয়ে প্রাণে রক্ষা পায়। তারমধ্যে অনেক পুলিশ সদস্য বাথরুমে গিয়েও পালিয়ে জীবন বাচায়। এলাকাটি রণক্ষেত্র পরিনিত হয়। রবিবার বিকেল থেকেই ভাঙ্গায় থমথমে অবস্থা বিরাজ করে।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৬টার দিকে গাছের গুড়ি ফেলে হামিরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করতে দেখা যায় বিক্ষুব্ধদের। আধা ঘন্টা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক-মহাসড়কে অবরোধ থেকে সরে গেছে আন্দোলনকারীরা। সকল ধরণের যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক খুব কম দেখা গেছে। আর ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় দুই প্লাটুন বিজিবি, সেনাবাহিনী,র‌্যাব ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য জনসাধারণের ভোগান্তি কমাতে নিরাপত্তা বাহিনীর দায়িত্বে রয়েছেন। এছাড়া ঢাকাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা রেলস্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান। একই সাথে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
অপরদিকে ভাঙ্গা স্থানীয় বিএনপির আয়োজনে শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ঘটানোর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরস আলী ইছা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা মেনে নেওয়া যায় না। আমরা চেয়েছিলাম, পূর্বের ন্যায় ফরিদপুর-৫ আসন। কিন্তু নির্বাচন কমিশন আমাদের কথা রাখেনি। ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর রিটের শুনানি হবে। আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে আগামী ২১ তারিখ পর্যন্ত বিএনপি পক্ষ থেকে অবরোধ কর্মসূচি স্থগিত করলাম। এ সময় এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি সোমবার দুপুরে ভাংগা থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
ভাঙ্গা উপজেলায় আলগী ও হামিরদী ইউনিয়ন পুনর্বহালসহ বিভিন্ন দাবি তুলে ধরে স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খান বলেন, আলগী চেয়ারম্যানকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে, রাতের বেলায় প্রশাসন দিয়ে হয়রানি করা যাবে না এবং নতুন করে মামলা দেওয়া যাবে না। এসব শর্ত না মানলে আন্দোলন চালিয়ে যাবো, আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত। তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক আলগী ইউনিয়নের এক বাসিন্দা বলেন, জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে আমরা আগামী ২১ তারিখ পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, থানার সব গাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। গতকাল হামলার সময় টয়লেটে পালিয়ে নিজেকে রক্ষা করি। গাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। তারপরও খোঁজ-খবর রাখছি। সকাল থেকে মহাসড়কের সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকেল সাড়ে ৪ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা ভাঙ্গা গোলচত্বরে সাংবাদিকদের কথা হলে তিনি জানান, আমরা যতটুকু দেখেছি আজকে সকল ধরণের যান চলাচল স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে যা যা দরকার তাই করা হবে।
ভাঙ্গা উপজেলাবাসীকে উদ্দ্যেশে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, তাদের বিষয়ে আমরা উর্দ্ধত্মন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া একটি রিট আদালতে আছে শুনানির জন্য, সেই পর্যন্ত তারা যেন অপেক্ষা করে। তারা যেন সড়কে জনদূর্ভোগের সৃষ্টি না করে। এছাড়া ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্তকরণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) গতকাল রাতেই তিনি পাঠিয়েছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews