মাহবুব পিয়াল ,ফরিদপুর : ফরিদপুরে মৎস্য খামারসমূহের সক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ আর্থিক সালে বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ফরিদপুর শহরের পূর্বগঙ্গাবদী মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এর সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের পরিচালক মোঃ মশিউর রহমান, সিনিয়র সহকারি পরিচালক হারুন অর রশিদ, মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুব হোসেন সহ মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ী, মৎস্য কর্মকর্তা, মৎস্য গবেষক, খামার ব্যবস্থাপক ও উদ্যোক্তাগন অংশ নেন।
Leave a Reply