1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের নগরকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৭ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় উপজেলার ভাটপাড়া গ্রামের প্রবাসী  মোঃ লুৎফর রহমানের আয়োজনে ও স্বপ্নগড়ি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের  মেডিসিন বিশেষজ্ঞ আর.পি- ডা. মিজানুর রহমানের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা  বিষয়য়ে আলোচনা ও বিনামুল্যে  ঔষুধ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় ভাটপাড়া মোহাম্মদ লুৎফর রহমানের বাড়ি প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কমিটির সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু। মেডিকেল ক্যাম্পের আয়োজক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, কোতোয়ালি থানা বিএনপি’র সহ-সভাপতি মোঃ হাজ্জাজ বিন রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান মজনু, মোঃ রাশেদ মোল্লা, ফারুক হোসেন মাতুব্বরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় রোগী দেখেন স্বপ্নগড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আর.পি মেডিসিন ডা. মিজানুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইর্ন্টানী ডা: ইমতিয়াজ লিমন, মোঃ রেদওয়ানুল হাসান, গোলাম রাব্বি ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে উচ্চ রক্তচাপ পরিক্ষা,  ইসিজি, ডায়াবেটিকস পরিক্ষাসহ প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান ও বিনামুল্যে ঔষুধ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews