
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের মিটিং রুমে এ সাক্ষাত করেন তিনি।
এর আগে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর সোমবার নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেএফকে এয়ারপোর্টে পৌছান বলে জানান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও উপ প্রেস সচিব শাখাওয়াত হোসেন মুন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে জেএফকে এয়ারপোর্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাই কমিশন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানায়, মঙ্গলবার নিউ ইয়র্কে শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। একই দিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও শেখ হাসিনা স্লোলোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তিনি জাতিসংঘে নারীনেত্রীদের প্ল্যাটফর্মে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনায় অংশ নেন বলেও জানা গেছে।
Leave a Reply