১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর লগইন তথ্য চুরির আশঙ্কার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। মার্কিন সময় শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি।
মেটা জানায়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা কিছু অ্যাপের নিরাপত্তাজনিত সমস্যার কারণে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে থাকতে পারে। খবর স্বরাজ টাইমসের।
চলতি বছর অ্যান্ড্রয়েড ও আইওএসে (আইফোন) চারশতাধিক ম্যালওয়্যার অ্যাপ শনাক্ত করেছে মেটা। এসব অ্যাপ ইন্টারনেট ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে বলে জানিয়েছে তারা। এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো সরানোর জন্য অ্যাপল ও গুগলকে জানানো হয়েছে। ফেসবুকের এ আশঙ্কা প্রকাশের পর সমস্যাযুক্ত ৪০০টি অ্যাপের মধ্যে ৪৫টি অ্যাপ স্টোর থেকে সরিয়েছে অ্যাপল। অ্যালফাবেটের একজন মুখপাত্র জানিয়েছেন, গুগল সব ক্ষতিকারক অ্যাপ সরিয়ে দিয়েছে স্টোর থেকে।
এছাড়া, বিবৃতিতে ফটো এডিটর, মোবাইল গেম বা হেলথ ট্র্যাকার অ্যাপগুলো মূলত তথ্য চুরি করে বলে জানিয়েছে ফেসবুক।
Leave a Reply