মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রোটারী ক্লাব অব ফরিদপুর নিউটাউনের উদ্যোগে দু:স্থ্য ও দরিদ্র শতাধিক মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় নারীদেরকে ঈদের নতুন শাড়ি, ও শিশুদেরকে ঈদের নতুন পোষাক বিতরন করা হয়।
বৃহস্পতিবার(২০ এপ্রিল) সকালে শহরতলীর মুন্সিবাজার কাফুরা এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।
রোটারী ক্লাব অব ফরিদপুর নিউটাউনের সভাপতি রোটারিয়ান রাজ কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্টানে রোটারিয়ান অধ্যাপক ডা: শেখ ইউনুস আলী,রোটারিয়ান ডা:অনাদী রন্জন মন্ডল, রোটারিয়ান মো: জাহাঙ্গির আলম,রোটারিয়ান আব্দুর রউফ খোকন,রোটারিয়ান মো: নজরুল ইসলামসহ অন্যান্য রোটারিয়ান কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply