মাহবুব পিয়াল,ফরিদপুর : দৈনিক ইত্তেফাকের সদরপুর(ফরিদপুর) উপজেলা সংবাদদাতা ও সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া (৭৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।তিনি বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এর আগে তিনি ১ সপ্তাহ সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ছিলেন।
মৃত্যুকালে তিনি চার সন্তান ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন । বুধবার বাদ জোহর গার্ড অফ অনার ও জানাজা নামাজ শেষে স্থানীয় রতখোলা কবর স্থানে তাকে দাফন করা হয়।
কর্মজীবনে তিনি ১৯৯০ সালে আজকের কাগজ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ২০০১ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান মাহমুদ রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি কবীরুল ইসলাম সিদ্দিকী, সাধারনর সম্পাদক কামরুজ্জামান সোহেল,সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়াল,রাসিনের নিবার্হী পরিচালক আসমা আক্তার মুক্তা, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হোসেন, সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার মিয়াসহ অনেকেই সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা এই সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply