মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুরে বালিকাদের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্টান- আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বেলুন, ফেষ্টুন ও পায়ড়া উড়িয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর- ৩ সদর আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদ ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্টানে জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক কবি শওকত আলী জাহিদ, ফরিদপুর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আহসানুল বাশার শাহিন, মিসেস ডালিয়া বেগমসহ ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, আমন্ত্রীত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একে আজাদ বলেন, ফরিদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে। মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে আমাদের সন্তানদের। তিনি বলেন, অর্থাভাবে যাতে কোন ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবয় সকল প্রকারের সাহয্য সহযোগিতার আশ্বাস দেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply