দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফরিদপুরের ঝর্ণা হাসান।
তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার স্বামী প্রয়াত হাসিবুল হাসান লাভলু ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঝর্ণা হাসান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনীত হওয়ায় আনন্দ মিছিল বের করেছেন নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় তার বাসভবন থেকে আলিপুরবাসীর পক্ষ থেকে একটা আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে আলিপুরের উদয়ন সংঘে এসে শেষ হয়।
এ সময় মিছিলকারীরা ঝর্ণা হাসানকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এদিকে ঝর্ণা হাসান সংরক্ষিত মহিলা এমপি হিসেবে মনোনয়ন পাওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এর মধ্যে রয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply