1. admin@thedailypadma.com : admin :
ফলন ও দাম ভালো পাওয়ায় সদরপুরের তিল চাষে ঝুকছে কৃষকেরা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডাকসু নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বহুল কাঙ্ক্ষিত ভোট আজ এক নজরে বিশ্ব সংবাদ: ৮ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ৯ সেপ্টেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী ডাকসু নির্বাচনে থাকছে ৩ স্তরের নিরাপত্তা দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ পাঠাবে সরকার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপে চাপা অনেকে আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: বাংলাদেশ সেনাবাহিনী

ফলন ও দাম ভালো পাওয়ায় সদরপুরের তিল চাষে ঝুকছে কৃষকেরা

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৬৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর :

ফলন  ও দাম ভালো পাওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি তিলের আবাদের প্রতি ঝুকছে কৃষকেরা ।এখন কিছু কিছু তিল ক্ষেতজুড়ে নয়ন জুড়ানো ফুল এসেছে। আবার কিছু চাষি নামিতে তিল চাষ করেছেন সেখানে দু’তিন ইঞ্চি লম্বা তিলগাছ দৃশ্যমান হয়েছে।অল্প পরিশ্রমের ফসল তিল, অন্যান্য ফসলের মতো তিল চাষে তেমন ঝামেলা নেই বললেই চলে,  এই ফসলে  তেমন কীটনাশক ও সার প্রয়োগ করতে হয়না। ফলন ভাল হওয়ায় বিঘা প্রতি আনুমানিক ৫ থেকে ৬ মন তিল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন এলাকার তিল চাষিরা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবছর সদরপুর উপজেলায় ১২৬২ হেকটর জমিতে তিল চাষ হয়েছে।  উপজেলার সব এলাকাই তিল চাষের উপযোগী। তার মধ্যে চরবিষ্ণুপুর, আকটের চর, নারিকেল বাড়ীয়া, চর নাসিরপুর ও চর মানাইর ইউনিয়নের চরাঞ্চল তিল চাষের জন্য উপযোগী।

তিল চাষি আমিন সরদার জানান, এক একর জমিতে তিল আবাদ করেছি। বারি তিল ৩ ও বারি তিল ৪ বীজ বপন করেছিলাম। ভাল ফলন হয়েছে, ফুলও এসেছে। আশা করছি, বিঘা প্রতি ৫-৬ মণ করে তিল পাব। সরকারি সহযোগীতা পেলে তিলের আবাদ বাড়াব। একই রকম আশা করছেন ফরিদ মাদবর, বাশার মোল্লা, জয়নাল সেক, গণি মিয়ার মত অন্যান্য তিল চাষি।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় জানিয়েছেন, এবছর ১২৬২ হেকটর জমিতে বারি তিল ৩ ও বারি তিল ৪ আবাদ করেছেন চাষিরা। ফলন ভাল হয়েছে। এ ফসল নিয়ে কৃষকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। আমরা তিল চাষিদের আগ্রহ বাড়াতে সরকারি সুযোগ সুবিধা অব্যাহত রাখব।তিনি জানান তিল অত্যন্ত লাভজনক একটি ফসল, তাই সদরপুর উপজেলায় দিন-দিন জনপ্রিয়তা পাচ্ছে তিল চাষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews