মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অসহায়, হতদরিদ্র, নি¤œ আয়ের মানুষের মাঝে এক হাজার প্যাকেট খাবার বিতরণ করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ব্যবস্থাপনায় এই খাবার বিতরণ কর্মসূচীর সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, থানা শ্রমিক লীগের সভাপতি মিঠু মিয়া, সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার, জেলা যুবলীগ নেতা হাবিবুল বাসার জিহাদ, আশরাফুল ইসলাম জয়সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ এ সময় সাধারণ মানুষের প্রতি আহবান জানান মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জামায়াত-বিএনপি’র আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এগিয়ে এসে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, এই কর্মসূচি আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে চলবে। সেই সাথে ফরিদপুরে রাজপথে দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Leave a Reply