মাহবুব পিয়াল, ফরিদপুরপ্রতিনিধি ঃ কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে ফরিদপুর কারাগার থেকে জামিন পেয়েছেন দুই সমন্বয়ক। জামিন পাওয়া সমন্বয়করা হলেন, রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জুনায়েদ বিশ্বাস জনি ও শাহ্ মো. আরাফাত ।
মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরের দিকে আদালতে তাদের জামিন দেওয়া হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে গত ২৮ জুলাই ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে দুই সমন্বয়কের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
গত ১৮ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে তাদের আটক করে আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে পাঠানো হয়। তবে শুরু থেকেই সারাদেশের কোটা বিরোধী বন্দিদের মুক্তির দাবি করে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
Leave a Reply