মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সাহিত্য পরিষদ এবং বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে ‘ফরিদপুরে নজরুল’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে নজরুল গ্রন্থের স্বারক উন্মোচন করেন অতিথিরা। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি,প্রবীন শিক্ষাবীদ অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিএসইসির চেয়ারম্যান জালাল আহমেদ।এর আগে একই স্থানে নজরুল বিষয়ক প্রকাশনা গ্রন্থের প্রদর্শনী অনুষ্টিত হয়।প্রদর্শনীর মেলার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোস্তফা কামাল হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ফরিদপুর জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সূতিকাগার। এ শহরে যে জাতীয় কবি নজরুল ইসলামের পদচারণা ছিল তা ‘ফরিদপুরে নজরুল’ গ্রন্থ থেকে জানতে পারলাম। ফরিদপুরের মাটিতে সাহিত্যের এখনও অনেক উপাদান ও রস রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতা করতে হবে।
আলোচনা সভায় ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ-ইয়া ভূইয়া, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান, সাবেক যুগ্ম সচিব আহমেদুর রহিম, ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো:ইয়াছিন কবীর, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর সাহিত্য পরিষদ সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ,ফরিদপুরে নজরুল’ গ্রন্থের সম্পাদক ও লেখক এবং ফরিদপুর সাহিত্য পরিষদ সম্পাদক মফিজ ইমাম মিলন বক্তব্য রাখেন।
সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন মৃণাল সেন চলচ্চিত্র সংসদের সভাপতি মৃর্ধা রেজাউল করীম। অনুষ্টানে ফরিদপুরের কবি সাহিত্যিকগনসহ বিভিন্ন স্তরের গুনিজনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply