অধিকৃত জেরুসালেমের আল-আকসা মসজিদে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। এতে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
শুক্রবার ফজরের নামাজের পরপরই এ হামলা চালানো হয়। ইসরাইলি পুলিশ জোর করে সেখানে ঢুকতে চাইলে সেখানে নামাজের জন্য যাওয়া কয়েক হাজার ফিলিস্তিনি তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পুলিশ গুলি চালায়। ছোড়া হয় টিয়ার গ্যাসও।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, তারা আহতদের অধিকাংশকে হাসপাতালে ভর্তি করেছেন।
সংস্থাটি বলছে, ইসরাইলি বাহিনী সেখানে অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের সেখানে যেতে বাধা দিয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানাচ্ছে, এখনো শতাধিক আহত ব্যক্তি মসজিদ কমাউন্ডে আটকা পড়ে আছে।
এদিকে, ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা সেখান থেকে অন্তত ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
সূত্র : আলজাজিরা
Leave a Reply