ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহীদ মিনারের প্রথম নক্সাবিদ, বিশিষ্ট চিত্রশিল্পী ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মিয়া শুকপাক এর ২৯ তম মৃত্যু বার্ষিকী আজ ২১মে বুধবার।
ফরিদপুরের বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মিয়া শুকপাক ১৯৯৬ সনের ২১ মে ৭২ বছর বয়েসে ইন্তেকাল করেন।
মরহুমের কনিষ্ঠ পুত্র ভাস্কর শহিদুজ্জামান শিল্পি জানান, আমার পিতা মরহুম আব্দুস শুকুর মিয়া শুকপাক ছিলেন ফরিদপুরের প্রথম শহীদ মিনরের নকশাবিদ। তিনি ভারতের কুতুব মিনারের আদলে এটি করেছিলেন ১৯৫২ সালে। কারণ শহীদ মিনার সম্পর্কে তখন কাহারও কোন ধারণা ছিল না । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন চিত্রশিল্পী ও প্রশিক্ষক। তার হাত ধরেই ফরিদপুরে এই শিল্পের প্রসার ঘটে। তিনি তার পিতার রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
Leave a Reply