1. admin@thedailypadma.com : admin :
গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ শতাধিক মানুষ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ শতাধিক মানুষ

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৩৪ Time View

চলমান করোনা মহামারিতে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে আরও একধাপ। একইসাথে গতদিনের চেয়ে কমেছে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও। গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ শতাধিক মানুষ। এছাড়া এই সময়ে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা নেমে এসেছে সোয়া তিন লাখেরও নিচে।

সোমবার (৩০ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৩ জন, আগের দিনের তুলনায় যা কমেছে প্রায় দেড় শতাধিক। এই নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছালো ৬৩ লাখ ১০ হাজার ৮০৮ জনে।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৯২১ জন, গতদিনের তুলনায় এই সংখ্যা কমেছে প্রায় লক্ষাধিক। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৫ লাখ ২২ হাজার ৯৭৯ জনে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে তাইওয়ান। প্রাণহানির তালিকায় এরপরই আছে রাশিয়া, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া ও ইতালির নাম।

বিগত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৫০০ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এই নিয়ে ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৬৯ জন মারা গেছেন।

অন্যদিকে গেলো একদিনে বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়ার আরেক দেশ তাইওয়ান। এই সময়ের মধ্যে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৬০৫ জন। করোনারর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯২ হাজার ২৭২ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৫৬ জনের।

গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭২ জন এবং মারা গেছেন ১৪ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ২১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩১ হাজার ২৭৩ জন মারা গেছেন।

গেলো ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৮৮ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৯৫৫ জনের।

বিগত একদিনে ফ্রান্সে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৪০ জন। এই নিয়ে করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৪৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার ১২৯ জন মারা গেছেন।

গেলো দিনে ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২৬ জন এবং মারা গেছেন ২৭ জন। করোনার শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৮৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৫৬৯ জন মারা গেছেন।

ইউরোপের আরেক দেশ জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬৭ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬২ লাখ ৮৬ হাজার ৮৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৯ হাজার ১৩২ জন মারা গেছেন।

বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮ হাজার ১৯৫ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৯৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৪৯৬ জনের।

গেলো একদিনে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। তবে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটি রয়েছে তৃতীয় স্থানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জনের। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৫৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৫৪ জন এবং মারা গেছেন ১৯ জন। করোনারর শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮০ লাখ ৮০ হাজার ৩২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২৪ হাজার ১৫৮ জন মারা গেছেন।

এছাড়া গেলো ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯১৯ জন এবং মারা গেছেন ৩৯ জন। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৮৭ জন এবং মারা গেছেন ৩০ জন। থাইল্যান্ডে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৯ জন এবং মারা গেছেন ২৪ জন। গ্রিসে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ১৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews