মাহবুব পিয়াল,ফরিদপুর ঃ
ফরিদপুরে করোনা সনাক্তের হার বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় ৩০৩টি নমুনা পরীক্ষা করে করোনা সনাক্ত হয়েছে ১৫৫ জনের। সনাক্তের হার ৫১ দশমিক ১৫।
এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ২৫৪টি নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে এন্টিজেন পদ্ধতিতে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা সনাক্ত হয়েছে ৩১ জনের।
ফরিদপুর পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী করোনা সনাক্তের হার সবচেয়ে বেশি ফরিদপুরের সালথা উপজেলায়। গত ২৪ ঘন্টায় সালথায় ৭ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৫৭ দশমিক ১৪। দ্বিতীয় স্থানে রয়েছে ফরিদপুর সদর। সদরে করোনা সনাক্তের হার ৫১ দশমিক ৯১। চরভদ্রাসনে ৫০%, নগরকান্দায় ৪৩ দশমিক ৪৮%, মধুখালী ও ভাঙ্গায় ৪১.৬৭%, সদরপুরে ৩০%, বোয়ালমারীতে ২৫%। আলফাডাঙ্গায় গত ২৪ ঘন্টায় কারও করোনা সনাক্ত হয়নি।
এদিকে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত মঙ্গলবার ফরিদপুর শহরের স্বাধীনতা চত্ত¡র (কোর্ট পাড়এলাকা), মহাকালী পাঠশালার মোড়, জনতা ব্যাংকের মোড়, নিউ মার্কেট এলাকা, ভাঙ্গা রাস্তার মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানোহয়। দুপুর সোয়া ১২টা তেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী।
এস এম ইমাম রাজী বলেন, অভিযান কালে মাস্ক না পড়ায় ১২জনকে একশ টাকা করে মোট এক হাজার দুই শত টাকা জরিমানা করা হয়।
এ পর্যন্ত ফরিদপুরে উল্লেখ যোগ্য কর্মকর্তাদের মধ্যে করোনা সনাক্ত হয়েছে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান,ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল আলম, নগরকান্দার ইউএনও জেতীপ্রæ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে করোনা পরিস্থিতি এতটা অবনতি গত দুই বছরের মধ্যে হয়নি। আক্রান্ত উচ্চ হার হলেও মৃত্যুর হার কম আছে। তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছে তাদের বেশির ভাগ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
Leave a Reply