1. admin@thedailypadma.com : admin :
তিন প্রজন্মের কান্না - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম

তিন প্রজন্মের কান্না

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২১ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে গার্লস স্কুলের সামনের সড়কের পাশে দীর্ঘ ৫০ বছরযাবত নরসুন্দরের কাজ করছেন জীবন কুমার শীল। বর্তমানে তার বয়স প্রায় ৮৯ বছর। তার ছয় ছেলে এবং নাতিপুতি মিলে ৩৫ সদস্যের পরিবার। একই দোকানে তার ছয় ছেলে ও নাতিরাও করছেন এই নরসুন্দরের কাজই। এই দোকানটিই তাদের আয়ের একমাত্র অবলম্বন। জীবন কুমারের পৈত্রিক ভিটা ছিলো পাশের গ্রাম জগদিয়া বাইলা গ্রামে। পিতার ৩ শতক জমির সাথে আরো ১০ দশক জমি কিনে কোনরকম একটি ভিটে তৈরি করেছেন। সেখানেই বসবাস করছেন ছয় ছেলে ও ৩৫ জন নাতিপুতি নিয়ে।
এদিকে হঠাৎই যেনো জীবন কুমার শীল ও তার পরিবারের জীবনে নেমে এসেছিল কালো মেঘ। গার্লস স্কুল সংলগ্ন তার দোকানের পিছনে পুকুর ভরাট করে সম্প্রতি অনেকগুলো দোকান ঘর তৈরি করা হয়েছে। এল প্যাটার্নের ওই বিপনী বিতানে প্রবেশের মূল পথটি গার্লস স্কুলের সড়কের লাগোয়া। তবে মার্কেটের একেবারে উত্তর-পশ্চিমে একটি বাইপাশ পথের কথা। সেজন্য সেখানকার কতিপয় যুবক জীবন কুমার শীলকে দোকান ছেড়ে দিতে ভয়ভীতি দেখাচ্ছে। একেবারেই নিরীহ গোছের এই সংখ্যালঘু পরিবারটি এতে নিদারুণ ভীতসন্তস্ত হয়ে পড়ে। উপার্জনের সম্বল হারানোর ভয়ে ঘুম হারাম হয়ে যায় পরিবারটির সদস্যদের মাঝে।
বিষয়টি জানতে সাংবাদিকেরা যান সেখানে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসময় কান্নায় ভেঙে পড়েন জীবন কুমার শীল ও তার পুত্র ও নাতিরা। তারা সাংবাদিকদের জানান, উপজেলা ভূমি অফিস থেকে ২০ বর্গমিটারের এই জমি ফি বছর একসনা বন্দোবস্তের ভিত্তিতে গত প্রায় ৫০ বছর যাবত তারা এখানে নরসুন্দরের দোকান করছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এখন তাদেরকে এই দোকান ছেড়ে দিতে হবে বলে বলছে সেখানকার কতিপয় ব্যক্তি। তারা বলেন, এই দোকানটি হারালে তাদের আয়ের সব পথ বন্ধ হয়ে পথে বসতে হবে। তারা এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।
এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যেতি প্রæর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই পরবিারটিকে কোনভাবেই উচ্ছেদ করার কোন পরিকল্পনা তাদের নেই। তবে সেখানে নতুন মার্কেট তৈরির পর জীবন কুমারের দোকানটি দিয়ে একটি বাইপাস পথ তৈরির প্লান রয়েছে। ওই পরিবারটিকে এজন্য দোকান ছাড়তে হবে জেনে আমি নিজে সেখানে যেয়ে তাদের সাথে এব্যাপারে কথা বলেছি। তিনি বলেন, প্রথমে আমি তাদেরকে নতুন মার্কেটের একটি পজিশন দিতে চেয়েছি। জীবন কুমারের দোকানের পেছনেই ওই পজিশনটি নিতে তারা প্রথমে রাজিও হয়েছিলো। ওই পজিশনটি নিতে একজন জনপ্রতিনিধি আগ্রহী ছিলো। আমি ওই জনপ্রতিনিধিকে বাদ দিয়ে সেটি জীবন কুমার শীলদের দিতে চেয়েছি। তবে প্রথমে তারা রাজি হলেও এখন রাজি হচ্ছে না। সমস্যাটি এখানেই হয়েছে। এসময় সাংবাদিকেরা জীবন কুমার শীলের দোকানটির পুরো অংশ জুড়ে বাইপাস পথ তৈরি হলে এই পরিবারটিকে পতে বসতে হবে জানালে তিনি বলেন, বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে। সাংবাদিকেরা এসময় কুমার শীলের দোকানটির পুরো অংশ জুড়ে বাইপাস পথ তৈরি হলে এই পরিবারটিকে পতে বসতে হবে জানালে তিনি বলেন, বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে। সাংবাদিকেরা এসময় এককভাবে জীবন কুমারের দোকান জুড়ে বাইপাস পথ তৈরি না করে আশেপাশের অন্যদের থেকে অল্প অল্প জায়গা ছেলে গলি করার অনুরোধ জানান। এতে কম করে হলেও জীবন কুমারের দোকানটি উচ্ছেদ করতে হবে না। বিষয়টি ভেবে দেখবেন বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ^াস দেন।
নগরকান্দা বাজারের পাশর্^বর্তী ভূসিমাল বিক্রেতা বলরাম সাহা বলাই বলেন, স্বাধীনতার পর থেকে জীবন কুমার শীল এখানে দোকান করছেন। তিনি খুবই নিরীহ প্রৃকতির মানুষ। তার ছেলেরাও বাবার মতো একই পথে জীবিকা উপার্জন করছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের গৃুহহীনদের জমিসহ ঘর দিচ্ছেন। বর্তমানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাও প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা তাকে যে সময়টুকু পেয়েছি তাতে মনে হয়না তিনি এই অসহায় পরিবারের ক্ষতি হয় এমন কিছু করবেন। আমরা আশা করবো তিনি বিষয়টি মানবিক দিকে থেকে বিবেচনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews