মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুরের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন মো. শহিদুল ইসলাম। তিনি জেলার মধুখালী থানার ওসি হিসেবে কর্মরত রয়েছেন। রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান এ নাম ঘোষণা করেন। জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply