মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুরের বোয়ালমারীতে সংখ্যালগু হিন্দুদের জায়গা জমি জোরপূর্বক দখল সহ বিভিন্ন অভিযোগে ভুমিদস্যু দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বুধবার সকালে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াটি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এনামুল মোল্যা, হাসান শেখ, হুমায়ুন কবির, আবির হোসেন, আকরাম মাদবর।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, দেলোয়ার হোসেন বিভিন্ন সময় নিরিহ মানুষদের হয়রানী, সংখ্যালগু হিন্দুদের জায়গা জমি জোরপূর্বক দখল, গত ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীরে ভোট প্রদান করায় নানা ভাবে ঝামেলা করছে দেলোয়ার সহ তার লোকজন। এ নিয়ে কেউ প্রতিবাদী করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, দেলোয়ারের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য।
Leave a Reply