আধুনিক বাংলা গানের কিংবদন্তী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। এর আগে গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ এই শিল্পী। পরে থাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, শৌচাগারে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এরপরই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শ্বাসকষ্টের সাথে সাথে তার দুই ফুসফুসেই সংক্রমণ দেখা দিয়েছিলো। চিকিৎসার পর তার শারীরিক অবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছিলো।
কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তার শারীরিক জটিলতা বাড়ে।
এদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Leave a Reply