রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কেটটিতে আগুন লাগে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। মোট ১০ ইউনিটের চেষ্টায় শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে আগুন।
কীভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ এ মার্কেটের মূল গেট বন্ধ ছিল। তবে ভেতরে এবং গেটের বাইরের দিকে কিছু দোকান খোলা ছিল।
এদিকে খাজা স্টেশনারি দোকান থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে দাবি করেন মায়ের দোয়া বুক হাউজের বিক্রয়কর্মী সুমন মিয়া। তিনি বলেন, দোকানটিতে গ্যাস সংযোগের কাজ চলছিল। সেখানে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। পরক্ষণেই সেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
প্রায় ১ ঘণ্টার আগুনে অনেক ব্যবসায়ী রাস্তায় বসেছেন। দোকানের লাখ লাখ টাকার বই পুড়ে যাওয়ায় আহাজারি করছেন তারা।
এ ব্যবসায়ীরা বলছেন, মুহূর্তের মধ্যে আগুন কীভাবে সারা মার্কেটে ছড়িয়ে পড়ল তা তারা বুঝতেই পারেননি। তারা আতঙ্কিত হয়ে জীবন বাঁচিয়ে কোনো মতে মার্কেট থেকে বের হয়েছেন। টাকা পয়সা বা কোনো মালামাল নিয়ে বের হতে পারেননি। এক ঘণ্টার আগুনে দোকানে থাকা লাখ লাখ টাকার বই পুড়ে যায়। কয়েকজন ব্যবসায়ী কিছু বই বের করে নিয়ে আসার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তারা ভেতরে যেতে পারেননি।
Leave a Reply