মাহবুব পিয়াল ,ফরিদপুর ঃ
‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যার্যতা’- এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার ফরিদপুরে পালন করা হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেলালউদ্দিন ভুইয়া, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহানসহ অন্যান্যরা।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এর আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply