1. admin@thedailypadma.com : admin :
টলিউডের অন্যতম অভিনেতা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে গোলাগুলি ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু রাখা যাবে না: নাহিদ: নাহিদ ইসলাম গণতন্ত্রকে আবারও হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল নরেন্দ্র মোদির প্রশংসা করে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প, ভারত সফরের ইঙ্গিত ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পূর্ণমিলনী উৎসবের প্রস্তুতি উপলক্ষে সাংবাদ সম্মেলন শীতের আগমনীতে রাজধানীর সবজির বাজারে স্বস্তি নেমেছে, পেঁয়াজের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে আমি ‘ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি’, কেউ বলছেন ‘অযোগ্য’, কেউ বলছেন ‘ক্ষমতালোভী’ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন বিশ্ব ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৫ সাল

টলিউডের অন্যতম অভিনেতা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৯৪ Time View

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন টলিউডের অন্যতম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

পারিবারিক সূত্রে খবর, গত দুই-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। বুধবার (২৩ মার্চ) একটি রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।

বুধবার দিনগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

টলিউডের অভিনেতা ভরত কৌল জানায়, বুধবার সন্ধ্যায় একটি রিয়েলিটি শো-তে অংশ নেন অভিষেক চট্টোপাধ্যয়। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, এ অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর কিছুটা ভালো বোধ করায় বাড়িতেই ছিলেন তিনি। তবে গভীর রাতে সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমান অভিষেক।

১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে সিনেমায় যাত্রা শুরু। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘নীলাচলে কিরীটি’। শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews