রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া এলাকায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ারসার্ভিস জানিয়েছে আগুনে বস্তির অসংখ্য ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা যায়নি।
আ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
এর আগে সোমবার রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ারসার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দলও অংশ নেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply