মাহবুব পিয়াল, ফরিদপুর : স্কুল ছুটির পর অথবা অবসর সময়ে এভাবেই গাছ ও সাবল নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বৃক্ষ প্রেমিক মো: নূরুল ইসলাম। ছোটবেলা থেকে গাছ লাগানো যেন তার নেশায় পরিনত হয়েছে।
আর তাই বর্জপাতের হাত থেকে রক্ষায় শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎবাজার বেড়িবাধের দুপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেড় হাজার তালের বীজ রোপন করেছেন তিনি।
শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহকৃত তালের বীজ শনিবার সকালে বেড়িবাধের দুপাশে রোপন করেন। এর আগে এই বৃক্ষ প্রেমিক নূরুল ইসলাম ব্যক্তি উদ্দোগে শহরের সাদিপুর, বায়তুল আমানসহ বিভিন্ন এলাকায় ২০হাজার তালের বীজ , কয়েক হাজার খেজুর, সুপারীসহ নানা প্রজাতির ফুল ও ফলের গাছ লাগিয়েছেন তিনি। আর সামাজিক দায়বদ্ধতা থেকেই এ বৃক্ষ রোপন করছেন বলে জানান এই শিক্ষক ।
Leave a Reply