রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ড ‘তাণ্ডব’-কে ‘ইউ গ্রেড’ প্রদান করেছে, অর্থাৎ ছবিটি সব বয়সী দর্শকদের জন্য উপযোগী বলে বিবেচিত হয়েছে।
ছবির ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি নিজেই। বুধবার (৪ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্সর সনদের ছবি প্রকাশ করে এ সুখবর জানান।
এদিকে সিনেমাটি দেখে প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, “দুই দিন আগে ‘তাণ্ডব’-এর স্ক্রিনিং হয়েছে। ছবিটি বেশ ভালো লেগেছে। দারুণ নির্মাণ হয়েছে। এবারের ঈদের অন্যান্য ছবিগুলোও প্রশংসার যোগ্য।”
‘তাণ্ডব’-এর গল্প ঘিরে তৈরি হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফি ও আদনান আদিব খান। প্রযোজনা করেছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ।
ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে, আর শরিফুল রাজ হাজির হবেন মাত্র ৪০ সেকেন্ডের ক্যামিও চরিত্রে।
চলতি ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘তাণ্ডব’ এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
Leave a Reply