ফরিদপুরে করোনা সনাক্তের হার দিনে দিনে বাড়ছে। গত ২৪ ঘন্টায়আরও ৬৬ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৪০ দশমিক ২৪।
গত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল কলেজে স্থাপতি পিসি আর ল্যাবে ১৪৫ জনের করোনা পরীক্ষা কওে সনাক্ত হয়েছে ৬০ জনের। এ ছাড়া বিভিন্ন উপজেলায় এন্টিজেন পদ্ধতিতে ১৯ জনের নমুনা পরীক্ষা কওে সনাক্ত হয়েছে ৬ জনের। সেই হিসেবে মোট ১৬৪ জনের নমুনা পরীক্ষা কওে করা ৬৬ জনের করোনা সনাক্ত হয়েছে।সনাক্তের হার ৪০ দশমিক ২৪।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের পিসি আর ল্যাবের মধ্যে সনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে ফরিদপুর সদরে ৫২, ভাঙ্গায় ৫, সালথায় ১ এবং আলফাডাঙ্গায় ১ জনের করোনা সনাক্ত হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুওে করোনা সংক্রমের হার ভয়াবহ রকম বেড়েছে। তিনিবলেন, প্রতিদিনকরোনারটিকাপ্রদানকরাহচ্ছে।তিনিবলেন, জেলা তথ্য অফিস ও পৌরসভার উদ্যোগেসকলকেমাক্স পড়া ও সামাজিক দূরত্ব বজায়রাখারব্যাপারেসচেতনহওয়ারজন্য মাইকিংকরা হচ্ছে।
Leave a Reply