মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫জন নারীকে দেওয়া হলো জয়িতা সম্মাননা পুরস্কার। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের হল রুমে জয়িতা অন্বেষনে বাংলাদেশ ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা পুরস্কার বিতরন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মহা-পরিচালক ফরিদা পারভীন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম পিপিএম সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহনান। ফরিদপুর প্রান্তে উপস্থিত থেকে জয়িতাদের হাতে পুরস্কার তুলেদেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,অতিরিক্ত জেলা প্রশাসক দিপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ঝর্না হাসান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।
ফরিদপুরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন জয়িতাকে ক্রেষ্ট ,নগদ ৫ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।
Leave a Reply