ফরিদপুর শহরের দক্ষিন টেপাখোলা লালের মোড়ের প্রসিদ্ধ রেষ্টুরেন্ট কফি কটেজে শুক্রবার রাতে ‘ওরা ১১জন বন্ধু মহলের বন্ধু বিশিষ্ট সাংবাদিক, এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের জন্মদিন পালন করা হয়েছে।
অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সঞ্জিব দাসকে সাথে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ও কেক কাটেন বিশিষ্ট গবেষক ও শিক্ষক মৃর্ধা রেজাউল করীম। এসময় ‘ওরা ১১জন বন্ধু মহলের মোঃ নুরুল ইসলাম নুরুল,খন্দকার রেজাউল ইসলাম চয়ন,আলিম আল রাজি আজাদ, নাবলু পাটোয়ারী, রাম প্রসাদ,লিটন মল্লিক,রুহুল পাশা,মাহবুব পিয়াল,কামরুল হাসান জুয়েল,মোঃ জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে রাতের নৈশ্য ভোজে ফরিদপুরে ঐতিহ্যবাহি খিচুড়ী,মাংসসহ নানা পদের ভর্তা দিয়ে সকলকে আপ্যায়িত করা হয়।
Leave a Reply