মাহবুব পিয়াল,ফরিদপুর : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ডুমাইন ইউনিয়ন পরিষদের মাঠে ৮দলীয় ব্যাডমিন্টন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শাহ আজাদ মাহবুব (বিপ্লব) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশীদ আলম ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য,মোঃ রওশনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলতাব হোসেন মোল্লা,ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার,বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক লিয়া,বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু,মোঃ মাসুম পারভেজ,সাধারণ সম্পাদক, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি প্রমূখ। খেলা পরিচালনা করেন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রচার সম্পাদক মোঃ সজিব মোল্যা। খেলায় পিয়াস-মিল্টন বনাম কিশোর-কৃষ্ণ দল খেলে বিজয়ী হয়েছে পিয়াস-মিল্টন দল ২১-১৬ পয়েন্ট পেয়ে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply