রুশ বাহিনীর হামলা মোকাবেলায় পোল্যান্ড-ফ্রান্সের পর এবার ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিলো জার্মানি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, জার্মানি প্রায় ১ হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র এবং ভূমি থেকে আকাশে উৎক্ষেপনযোগ্য ক্ষেপনাস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। সংঘাতপ্রবণ কোনো অঞ্চলে জার্মানি থেকে অস্ত্র রপ্তানি করা হবে না, এমন সিদ্ধান্ত থেকে সরে এসে জার্মানি এবার ইউক্রেনের সহায়তায় এগিয়ে এলো। পোল্যান্ড আর ফ্রান্সের পর তৃতীয় দেশ হিসেবে ইউক্রেনে সামরিক সহায়ত দিতে যাচ্ছে জার্মানি।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানিয়েছেন, ‘চলমান পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের পাশে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’
এর আগে গতকাল পোল্যান্ড প্রথম দেশ হিসেবে ইউক্রেনের সহায়তায় এক কনভয় সামরিক সহায়তা পাঠায়। তবে পোল্যান্ড থেকে ঠিক কোন ধরণের অস্ত্র পাঠানো হয়েছে সে ব্যাপারে কোনোকিছুই জানানো হয়নি কনো পক্ষে থেকেই।
পোল্যান্ডের পর ফ্রান্সও ইউক্রেনকে অস্ত্র সহায়তায় এগিয়ে আসে। ফ্রান্সের পাঠানো অস্ত্র-গোলাবারুদ ইউক্রেনের পতথে রয়েছে বলে জানা গিয়েছিলো। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এক ভিডিওবার্তায় বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, এমন পরিস্থিতিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় জানিয়েছিলেন, ফরাসি প্রেসিডেন্ট সঙ্গে শনিবার সকালে তাঁর কথা হয়েছে। যুদ্ধবিরোধী জোট কাজ করছে।
এদিকে পোল্যান্ড, ফ্রান্স বা জার্মানির মতোই ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাজ্যসহ আরও ২৬ টি দেশ। এর আগে গতকাল ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো
Leave a Reply