মাহবুব পিয়াল , ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুরে আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের উদ্বোধন করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ উদ্বোধন শেষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজের সভাপতি সরদার সাইফুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার এপিএস মোঃ শফিউদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) এনএম আব্দুল্লাহ আল মামুন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন,কৃষ্ণারডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন, ।
Leave a Reply