ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে কৃষক সিহাব হত্যা মামলার মূল আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গত বুধবার রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের নেতৃত্বে পার্শ্ববর্তী ভাঙ্গা ও নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে নগরকান্দার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের চানমিয়ার পুত্র শিপন শেখ (২৬), একই গ্রামের হাবিবুর রহমান খানের পুত্র কামরান খান (১৯) ও ফুলসূতি ইউনিয়নের জহর আলীর পুত্র নজরুল ইসলাম (৪২) ।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে সিহাব ফকির (৩৬) আটরশি দরবার শরীফ থেকে নিজ বাড়িতে ফেরার পথে খোকারমোড় এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুবৃত্তরা, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওসি জানান,মামলায় অভিযুক্ত ৩ আসামীকে সিসি ক্যামেরার সূত্রধরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই।
এ ব্যাপারে সিহাবের বড় ভাই বাদী হয়ে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।##
Leave a Reply