মাহবুব পিয়াল,ফরিদপুর : আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ,ফরিদপুর জেলা শাখার নির্বাহী কমিটির প্রথম সভা শুক্রবার (৪ মার্চ) শহরের আলীপুর এবি টিউটোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি কবি সফিক ইসলাম। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি প্রবীন সংগীতজ্ঞ ওস্তাদ খায়রুল ইসলাম নিলু, সাধারণ সম্পাদক কবি নিলয় বিশ্বাস, সহ- সম্পাদক কবি রীনা পারভীন, অর্থ ও হিসাব সংরক্ষণ সম্পাদক কবি আজিজুর রহমান, প্রশিক্ষন সম্পাদক- মোঃ আলাউদ্দিন (সাবেক কালচারাল সেক্রেটারী, জেলা শিল্পকলা,ফরিদপুর) মানবাধিকার সম্পাদক- কবি আলীম আল রাজী আজাদ। এছাড়া নির্বাহী সদস্যরা ছিলেন সঙ্গীত শিল্পী চঞ্চলা মন্ডল, সঙ্গীত শিল্পী হাসিনা বেগম, ও শিক্ষিকা আমেনা আখতার মুন্নী। সভায় সভাপতি কবি সফিক ইসলামকে সম্প্রতি বিশ্বভরা প্রাণ কর্তৃক সেরা সংগঠকের পুরষ্কার প্রদান ও তাকে জাতীয় কমিটিতে সভাপতি মন্ডলির সদস্য পদে পদোন্নতি দেয়ায় বিশ্বভরা প্রাণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং কবি সফিক ইসলামকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া বিশ্বভরা প্রাণ এর “জ্ঞানসঙ্গী প্রকাশন” হতে প্রকাশিত সাহিত্য ও সংস্কৃতি প্রেমির কাগজ ” বিশ্বভরা প্রাণ” এর প্রথম সংখ্যাটি বিতরণ করা করা হয়। সভায় উপস্থিত সবার অনুভূতি ব্যক্ত করেও নিজেদের পরিচিতি তুলে ধরে সংগঠনটিকে গতিশীল করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এরই মাঝে চঞ্চলা মন্ডল, হাসিনা বেগমের গান এবং রীনা পারভীনের কবিতা আবৃত্তি শেষে সভাপতির দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে শেষ করা হয় সভাটি।
Leave a Reply